এই রামাদানে বাংলাদেশের তরুণ-তরুণী ক্যালিগ্রাফারদেরকে ইসলামি শিল্প ও সংস্কৃতিতে আগ্রহী করে তুলতে ইয়ুথ অপরচুনিটিস আয়োজন করছে “ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ২০২৪”। এই প্রতিযোগিতার উদ্দেশ্য হল ইসলামি ক্যালিগ্রাফির ধ্রুপদী শিল্পকে প্রচার করা।। ইসলামি শিল্প ও সংস্কৃতির প্রচারের পাশাপাশি এই প্রতিযোগিতা বাংলাদেশের তরুণদের শৈল্পিকরূপে নিজেদের তুলে ধরার সুযোগ করে দিবে। চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত ৩০টি ক্যালিগ্রাফি নিয়ে আয়োজন করা হবে ক্যালিগ্রাফি প্রদর্শনী। প্রদর্শনী থেকে অর্জিত অর্থ গাজাবাসীর জন্য প্রদান করা হবে।
সুতরাং তুমি যদি ক্যালিগ্রাফিপ্রেমী হও, তবে আর অপেক্ষা না করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জিতে নাও আকর্ষণীয় পুরস্কার।
১৫-৩৫ বছর বয়সী যে কোন বাংলাদেশি তরুণ-তরুণী অংশগ্রহণ করতে পারবেন
জমাদানের অংশ হিসেবে আপনার ক্যালিগ্রাফি আপলোড করতে হবে। এই ফাইলগুলো আয়োজক কর্তৃক পর্যালোচনার সুবিধার্থে গুগল ক্লাউডে সংরক্ষিত থাকবে। তাই, লেখা জমা দেওয়ার আগে অবশ্যই আপনার গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে।
আমাদেরকে ইমেইল করো [email protected] ঠিকানায়।
ক্যালিগ্রাফি আরবি বা বাংলা ভাষায় হতে হবে।
হ্যাঁ, যদি শিল্পকর্মের স্বত্ব তোমার নিজের হয়ে থাকে, তবে পারবে। তবে নতুন শিল্পকর্ম জমা দেওয়াকে আমরা উৎসাহিত করছি, যদিও এটি বিচারের ক্ষেত্রে কোন ধরণের প্রভাব ফেলবে না।
যেকোনো স্ট্যান্ডার্ড চার্ট সাইজ ব্যবহার করা যেতে পারে। যেকোনো স্ট্যান্ডার্ড চার্ট সাইজ ব্যবহার করা যেতে পারে। যেমন 18’’x24’’, 20’’x24’’ & 24’’x30’’ ইঞ্চি বা তার বেশী হতে হবে।
না, ২ এমবির চেয়ে বড় কোন ফাইল আমরা গ্রহণ করবো না। তবে ফলাফল প্রকাশের পরে শুধু বিজয়ী শিল্পকর্মগুলোর ক্ষেত্রে প্রয়োজন সাপেক্ষে আমরা High Resolution এর ফাইল চাইতে পারি।
নিজের পছন্দমত। উভয় ধরণই গ্রহণীয়।
অবশ্যই পারবে। তবে এজন্য তোমাকে একাধিকবার ফরম পূরণ করতে হবে।
উদাহরণস্বরূপ, তুমি যদি দু’টি শিল্পকর্ম দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও, তবে তোমাকে দুইবার ফরম পূরণ করতে হবে।
আয়োজকগণ সেরা ৩০টি ক্যালিগ্রাফির স্বত্ব গ্রহণ করবেন। তবে ক্যালিগ্রাফারদেরকে তাদের শিল্পকর্মে স্বীকৃতি প্রদান করা হবে। শর্তাবলীতে বিস্তারিত পড়।
না, অংশগ্রহণের জন্য তাৎক্ষণিক হার্ডকপি জমা দিতে হবে না। তবে তুমি যদি সেরা ৩০ জনের মধ্যে মনোনীত হয়ে থাকো, তাহলে হার্ডকপি জমা দিতে হবে।
ক্যালিগ্রাফি প্রদর্শনীতে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হবে ক্যালিগ্রাফি ক্রয়ের জন্য। ক্রয়ের মাধ্যমে অর্জিত অর্থ গাজা বাসীদের নিকট পৌঁছে দেওয়া হবে।