পবিত্র রমজান মাস উপলক্ষে “সিটি ইসলামিক” নিবেদিত

ইসলামিক ক্যালিগ্রাফির খোঁজে

এই রামাদানে বাংলাদেশের তরুণ ক্যালিগ্রাফারদেরকে ইসলামি শিল্প ও সংস্কৃতিতে আগ্রহী করে তুলতে ইয়ুথ অপরচুনিটিস  আয়োজন করছে “সিটি ইসলামিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ২০২২”। এই প্রতিযোগিতার উদ্দেশ্য হল ইসলামি ক্যালিগ্রাফির ধ্রুপদী শিল্পকে পুনরুজ্জীবিত করা এবং প্রচার করা। ইসলামি শিল্প ও সংস্কৃতির প্রচারের পাশাপাশি এই প্রতিযোগিতা বাংলাদেশের তরুণদের শৈল্পিকরূপে নিজেদের তুলে ধরার সুযোগ করে দিবে, সেই সাথে মহামারীর এই সময়ে প্রোডাক্টিভ কাজের সুযোগ করে দেবে।

সুতরাং আপনি যদি ক্যালিগ্রাফিপ্রেমী হন, তবে আর অপেক্ষা করবেন না। প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন এবং আকর্ষণীয় পুরস্কার জিতুন।

কে অংশগ্রহণ করতে পারবে?

১৫-৩৫ বছর বয়সী যে কোন বাংলাদেশি তরুণ-তরুণী অংশগ্রহণ করতে পারবেন।

বিজয়ী নির্বাচনের মানদণ্ড

সৃজনশীলতা
ডিজাইন ও কম্পোজিশন
স্পষ্টতা
পরিচ্ছন্নতা

পুরস্কার

চ্যাম্পিয়ন

তার্কিশ এয়ারলাইনসের পক্ষ থেকে ঢাকা - ইস্তাম্বুল - ঢাকা বিমান টিকেট

ল্যাপটপ

৫,০০০ টাকার গিফট ভাউচার

সার্টিফিকেট ও ক্রেস্ট

১ম ও ২য় রানার-আপ

ল্যাপটপ

৫,০০০ টাকার গিফট ভাউচার

সার্টিফিকেট ও ক্রেস্ট

সেরা ১২

৫,০০০ টাকার গিফট ভাউচার

সার্টিফিকেট ও ক্রেস্ট

* প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলেই ই-সার্টিফিকেট পাবে।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

জমাদান শুরু

৪ এপ্রিল, ২০২২

জমাদান শেষ

১৭ এপ্রিল, ২০২২

চুড়ান্ত ফলাফল ঘোষণা

১৫ মে, ২০২২

নিয়মাবলি

  • ক্যালিগ্রাফিটি অবশ্যই অংশগ্রহণকারীর মৌলিক শিল্পকর্ম হতে হবে। ইন্টারনেট থেকে কপিকৃত ক্যালিগ্রাফি হলে তা বাতিল বলে গণ্য হবে।
  • ক্যালিগ্রাফি পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ হতে পারে।
  • অংশগ্রহণকারীরা ব্রাশ, কলম, পেন্সিল,  রঙ্গিন খড়ি, জলরং, এক্রাইলিক রং, তেল রং, কালি ইত্যাদি ব্যবহার করতে পারেন
  • শিল্পকর্মে যে কোন ধরনের ডিজাইন থাকতে পারে। (তবে মানুষ বা অন্য কোন প্রাণীর প্রতিকৃতি হবে না।)
  • কুরআন শরীফের যে কোন আয়াত অথবা বিশুদ্ধ হাদীস কিংবা যে কোন আসমাউল হুসনা (আল্লাহর ৯৯টি নাম) বাছাই করুন।
  • একজন শিল্পী একাধিক শিল্পকর্ম একাধিকবার জমা দিতে পারবেন।

জমাদানের প্রক্রিয়া


জমাদানের অংশ হিসেবে আপনার ক্যালিগ্রাফি আপলোড করতে হবে। এই ফাইলগুলো আয়োজক কর্তৃক পর্যালোচনার সুবিধার্থে গুগল ক্লাউডে সংরক্ষিত থাকবে। তাই, লেখা জমা দেওয়ার আগে অবশ্যই আপনার গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে।

আরবি বা বাংলায় একটি ক্যালিগ্রাফি তৈরি করুন।

আপনার ক্যালিগ্রাফির একটি স্পষ্ট ছবি তুলুন। এক্ষেত্রে নিচের যে কোন একটি মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারেন: Photomyne, Microsoft Lens, Genius Scan, Google PhotoScan, Adobe Scan, FamilySearch Memories, CamScanner, Clear Scan

আপনি চাইলে স্ক্যানার দিয়ে স্ক্যানও করতে পারেন।

এখন সাবমিশন ফরমটি পূরণ করুন। শর্তাবলি ভালোভাবে পড়ুন। আপনার শিল্পকর্মটি PDF অথবা JPEG আকারে জমা দিন। ফাইলটি ২ মেগাবাইটের বেশী হওয়া যাবে না।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

আপনার যদি এমন কোন প্রশ্ন থাকে, যা এখানে উল্লেখ করা হয়নি, তাহলে অনুগ্রহপূর্বক আমাদের সাথে যোগাযোগ করুন। [email protected] এই ঠিকানায় যোগাযোগ করতে পারবেন। ইমেইলের সাবজেক্ট লাইনে “Queries: Calligraphy Competition” উল্লেখ করুন। 

আরবি অথবা বাংলা যে কোন ভাষায় হতে পারে।

হ্যাঁ, যদি শিল্পকর্মের স্বত্ব আপনার নিজের হয়ে থাকে, তবে পারবেন। তবে নতুন শিল্পকর্ম জমা দেওয়াকে আমরা উৎসাহিত করছি, যদিও এটি বিচারের ক্ষেত্রে কোন ধরণের প্রভাব ফেলবে না।

যেকোনো স্ট্যান্ডার্ড চার্ট সাইজ ব্যবহার করা যেতে পারে। যেমন: ২৪”/৩০” বা ২০”/২৪”

না, ২ এমবির চেয়ে বড় কোন ফাইল আমরা গ্রহণ করবো না। তবে ফলাফল প্রকাশের পরে শুধু বিজয়ী শিল্পকর্মগুলোর ক্ষেত্রে প্রয়োজন সাপেক্ষে আমরা High Resolution এর ফাইল চাইতে পারি।

আপনি যেভাবে পছন্দ করেন। উভয়টি গ্রহণীয়।

অবশ্যই পারবেন। তবে এজন্য আপনাকে একাধিকবার ফরম পূরণ করতে হবে।

উদাহরণস্বরূপ, আপনি যদি দু’টি শিল্পকর্ম দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান, তবে আপনাকে দুইবার ফরম পূরণ করতে হবে।

আয়োজকগণ সেরা ১২টি ক্যালিগ্রাফির স্বত্ব গ্রহণ করবেন। তবে ক্যালিগ্রাফারদেরকে তাদের শিল্পকর্মে স্বীকৃতি প্রদান করা হবে। শর্তাবলিতে বিস্তারিত পড়ুন।

না, অংশগ্রহণের জন্য তাৎক্ষণিক হার্ডকপি জমা দিতে হবে না। তবে আপনি যদি সেরা ১২ জনের মধ্যে মনোনীত হয়ে থাকেন, তাহলে হার্ডকপি জমা দিতে হবে।

আপডেটের জন্য আমাদের ফেসবুক পেইজ ফলো করুন।

আয়োজনে

সহায়তায়

© 2022 – City Islamic Calligraphy Competition | All rights reserved

Hosted at Youth Opportunities