ইট-কাঠের এই যান্ত্রিক জীবনে বিশুদ্ধ বাতাস আর একটুখানি সবুজের ছোঁয়া পেতে ঘরের কোনায়, বারান্দায় কিংবা ছাদে অনেকেই গড়ে তোলেন একান্ত নিজস্ব বাগান। দূষণ আর ধোঁয়ায় ভরা নগরজীবনের দৈনন্দিন ব্যস্ততার ফাঁকে ঘরের বাগানটুকুই যেন দেয় কয়েক মুহূর্তের নিরাপদ নিঃশ্বাস৷ প্রকৃতির সান্নিধ্যে বসবাস কিংবা বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা করতে যারা নিজের বসতবাড়িতেই গাছ লাগান কিংবা বাগান করেন, এমন সব মানুষদের জন্যই দেশের সবচেয়ে বড় অপরচুনিটি ডিসকভারি প্ল্যাটফর্মগুলোর অন্যতম ‘ইয়ুথ অপরচুনিটিস’ এবং দেশের প্রথম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ‘আইপিডিসি ফাইন্যান্স’ যৌথভাবে নিয়ে এসেছে একটি বিশেষ ও ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতা, ‘আমার ঘর, আমার বাগান’।
বিশ্ব পরিবেশ দিবস ২০২১ উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রকৃতিপ্রেমীরা পাঠাবেন তাদের ঘরের বাগানের ছবি, ভাগাভাগি করে নেবেন তাদের বাগানে কাটানো প্রিয় মুহূর্তর কথা কিংবা বাগান করার পেছনের গল্প। সেরা ছবি বা গল্প পাঠানো ১০ বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।
দূষণ ও প্রাকৃতিক বিপর্যয়ে ধুঁকতে থাকা এই পৃথিবীকে পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য করে তুলতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তাই প্রকৃতির বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষায় তরুণদের বৃক্ষরোপন ও বাগান করে তোলার ব্যাপারে অনুপ্রাণিত করে তোলাই এই কার্যক্রমের মূল লক্ষ্য।
১৮-৫৫ বছর বয়সী সকল বাংলাদেশি নাগরিক অংশ নিতে পারবেন এই প্রতিযোগিতায়।
আকর্ষণীয় পুরস্কার
সেরা তিনটি বাগান ও বাগানের গল্প নিয়ে শীর্ষস্থানীয় পত্রিকায় ফিচার প্রকাশিত হবে।
এছাড়া সকল অংশগ্রহণকারীই পাবেন মূল্যবান ই-সার্টিফিকেট।
অনুগ্রহপূর্বক লক্ষ্য করুন
অংশগ্রহণকারী তার গল্প বলার ক্ষেত্রে কতটা উদ্ভাবনী ও সৃজনশীল, তা বিবেচনা করা হবে।
আপনার তোলা বাগানের ছবিটি কতখানি সুন্দর, মনোমুগ্ধকর ও নান্দনিক, সেদিকে বিশেষ গুরুত্ব দেয়া হবে।
ক্যাপশনে বিশ্ব পরিবেশ দিবস ২০২১-এর মূল বিষয় 'বাস্তুতন্ত্র পুনরুদ্ধার'– এর প্রতিফলন থাকতে হবে। এছাড়াও বাংলাদেশি তরুণদের ঘরে বাগান করার ব্যাপারেও উৎসাহিত করতে হবে।
আপডেটের জন্য আমাদের ফেসবুক ইভেন্ট পেইজ ফলো করুন।