লেখা আহবান

বিজয় আমাদের চেতনা, আমাদের অহংকার। লক্ষ লক্ষ বাঙ্গালির আত্মত্যাগের বিনিময়ে আমরা যে বিজয় অর্জন করেছি তা বাঙ্গালি জাতির ঐতিহ্যকে করেছে আরও দৃঢ় ও সমৃদ্ধ। একাত্তরের বিজয়ের ইতিহাস আমাদের হৃদয়ে পরিপূর্ণভাবে ধারণ করার জন্য এ সম্পর্কিত জ্ঞান আহরণের কোনো বিকল্প নেই। আর এই আহরিত জ্ঞান প্রকাশের সর্বোৎকৃষ্ট মাধ্যম হলো লিখন। আপনার লেখনীর মাধ্যমে বিজয়ের চেতনাকে আরও প্রস্ফুটিত করার লক্ষ্যে মহান বিজয় দিবসকে সামনে রেখে ‘ইয়ুথ অপরচুনিটিস’ আয়োজন করতে যাচ্ছে ‘কবিতা লিখন’ প্রতিযোগিতার। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে আপনিও আপনার বিজয় ভাবনাকে বিজয়ানুরাগীদের মধ্যে ছড়িয়ে দিতে পারেন।

শর্তাবলী

কবিতার বিষয়বস্তু

একাত্তরে বাঙ্গালির সংগ্রাম ও বিজয়​

কবিতার ধরণ

দেশপ্রেমমূলক, বিদ্রোহাত্মক ও গদ্য

চরণ সংখ্যা

সর্বোচ্চ ২০ চরণ

কারা অংশগ্রহণ করতে পারবে?

বাংলাদেশ বা বিদেশে অবস্থানরত ১৮ – ৩৫ বছর বয়সী বাংলাদেশী তরুণ-তরুণীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে

পুরস্কার

চ্যাম্পিয়ন

  • ক্রেস্ট, সার্টিফিকেট, ও জাতীয় পত্রিকায় কবিতা প্রকাশ

১ম ও দ্বিতীয় রানার-আপ

  • ক্রেস্ট, সার্টিফিকেট, ও জাতীয় পত্রিকায় কবিতা প্রকাশ

সার্টিফিকেট

  • প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলেই ই-সার্টিফিকেট পাবে, যা আয়োজনকারী প্রতিষ্ঠান সমূহের পক্ষ থেকে প্রদান করা হবে।

নিয়মাবলী

  • কবিতাটি অবশ্যই অংশগ্রহণকারীর মৌলিক কবিতা হতে হবে। অন্য কারো লিখিত কবিতা জমা দেওয়া যাবে না। প্লেজারিজম চিহ্নিত হলে কবিতা বাতিল বলে গণ্য করা হবে।
  • পূর্বে প্রকাশিত কোনো কবিতা জমা দেওয়া যাবেনা।
  • কেউ চাইলে একাধিক কবিতা জমা দিতে পারবে।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

জমাদান শুরু

২ ডিসেম্বর, ২০২৩

জমাদান শেষ

১২ ডিসেম্বর, ২০২৩

চুড়ান্ত ফলাফল ঘোষণা

১৬ ডিসেম্বর, ২০২৩

জমাদানের প্রক্রিয়া

– সাবমিশন ফরমটি পূরণ করুন।

শর্তাবলি ভালোভাবে পড়ুন।

আপনার লিখিত কবিতাটি PDF আকারে জমা দিন। 

– PDF ফাইলটি ১ মেগাবাইটের বেশী হওয়া যাবে না।

আয়োজনে